আফগান বীর আহমাদ শাহ মাসুদের ষোড়শ মৃত্যুবার্ষিকী পালিত
  2017-09-10 18:15:51  cri
সেপ্টেম্বর ১০: আফগান বীর আহমাদ শাহ্‌ মাসুদের ষোড়শ মৃত্যুবার্ষিকী পালিত হলো গতকাল (শনিবার)। এ উপলক্ষ্যে আফগানিস্তানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আফগান প্রেসিডেন্ট রাজধানী কাবুলে দেওয়া এক ভাষণে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এদিন দেশটির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহ ও বিভিন্ন মহলের মানুষ মাসুদ চত্বরে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আব্দুল্লাহ আব্দুল্লাহ সহিংসতা পরিহার করে শান্তি প্রক্রিয়ায় যোগ দিতে সকল সশস্ত্র গ্রুপের প্রতি আহ্বান জানান।

এদিন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও জাতীয় ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তান বিদেশিদের প্রতিযোগিতার মাঠ নয়। সংশ্লিষ্ট সকল পক্ষের উচিত সহিষ্ণু হওয়া এবং আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা।

উল্লেখ্য, আহমাদ শাহ্‌ মাসুদ আফগানিস্তানে তত্কালীন সোভিয়েত ইউনিয়েনের দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। ২০০১ সালের ৯ সেপ্টেম্বর তিনি গুপ্তঘাতকের হাতে প্রাণ হারান। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040