বিদেশি সাংবাদিক এবং হংকং, ম্যাকাও ও তাইওয়ানের সাংবাদিকদের সুবিধায় জাতীয় কংগ্রেসের জন্য বিশেষভাবে এই তালিকাভুক্তি এবং নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়েছে। নাম তালিকাভুক্তির কাজ আজ শুরু হয়েছে এবং তা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, ১৯তম জাতীয় কংগ্রেস চলাকালে বেইজিংএ তথ্যকেন্দ্র স্থাপন করা হবে। এই কেন্দ্রের উদ্যোগে কংগ্রেসের প্রেস ব্রিফিং এবং সাংবাদিক সম্মেলন আয়োজন করা হবে। তাছাড়া, সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্যসেবা ও প্রযুক্তি নিশ্চয়তা প্রদান করতে ১৯তম জাতীয় কংগ্রেসের তথ্যকেন্দ্র কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং উইচ্যাট অ্যাকাউন্টও খোলা হবে।
(লিলি/মহসীন)