বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রী ও নেপালি উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাত্
  2017-09-08 13:46:11  cri
সেপ্টেম্বর ৮: গতকাল (বৃহস্পতিবার) বিকেলে বেইজিংয়ের চুংনানহাই জিকুয়াং ভবনে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও সফররত নেপালের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা বাহাদুর মাহারা এক সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী লি বলেন, চীন-নেপাল পাহাড় ও নদী সংযুক্ত সুপ্রতিবেশী দেশ এবং দু'দেশের মৈত্রীও সুদীর্ঘকালের। নেপালের বিভিন্ন রাজনৈতিক দল ঐক্য বজায় রেখে রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন এবং যত দ্রুত সম্ভব দেশটির স্থায়ী স্থিতিশীলতা ও সমৃদ্ধ উন্নয়নে নতুন পর্যায় উন্মোচন করবে বলে আশা করে বেইজিং।

তিনি আরো বলেন, নেপালের সঙ্গে উচ্চপর্যায়ের আদান-প্রদান বজায় রাখবে চীন। দু'দেশের মৈত্রী ও সহযোগিতার বাস্তবায়ন দু'পক্ষের স্বাধীন ও অভিন্ন উন্নয়নের জন্য সহায়ক। এই সহযোগিতা দু'দেশের জনগণের জন্য কল্যাণকর এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধ পথে চলতে সহায়ক বলে মনে করে বেইজিং।

লি আরো বলেন, 'এক অঞ্চল, এক পথ' নির্মাণের সুযোগ কাজে লাগিয়ে নেপালের সাথে পারস্পরিক যোগাযোগ ও পরিবহন জোরদার, বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ সম্প্রসারণ, চীন-নেপাল অবাধ বাণিজ্য এলাকা প্রতিষ্ঠায় গবেষণা ও আন্তঃদেশীয় অর্থনৈতিক এলাকা নির্মাণে যৌথ প্রচেষ্টা চালানো, জ্বালানিসম্পদ ও অবকাঠামো ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করবে চীন। নেপালের অর্থনীতি ও সমাজের উন্নয়নে বেইজিং যথাযথ সমর্থন দেবে বলেও উল্লেখ করেন তিনি ।

মাহারা বলেন, নেপাল-চীন সম্পর্ককে শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতি অনুসরণের দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করা হয়। নেপাল অব্যাহতভাবে 'এক চীন নীতি' অনুসরণ করবে, চীনের সাথে উচ্চপর্যায়ের আদান-প্রদান বজায় রাখবে, বিভিন্ন সহযোগিতা গভীরতর করবে, পারস্পরিক উপকারিতা ও অভিন্ন স্বার্থ অর্জন বাস্তবায়ন করবে, যাতে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। (সুবর্ণা/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040