ব্রিক্স দেশগুলোর সহযোগিতা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাবে রাশিয়া
  2017-09-07 18:35:31  cri

সেপ্টেম্বর ৭: রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ইগর শুভালভ গতকাল (বুধবার) জানিয়েছেন, ব্রিক্স দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা রাশিয়ার জনগণের জীবনমান উন্নয়নের জন্য কল্যাণকর হওয়ায় এই সহযোগিতা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাবে রাশিয়া।

শুভালভ এ'দিন রাশিয়ার তৃতীয় ওরিয়েন্টাল ইকোনমিক ফোরাম সফরকালে চীনা সংবাদমাধ্যমের সাথে এক সাক্ষাত্কারে বলেন, বর্তমানে ব্রিক্স দেশগুলোর সহযোগিতা ব্যবস্থা উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে দাঁড়িয়ে আছে। পাশাপাশি, ব্রিক্সের নতুন উন্নয়ন ব্যাংক চালু হয়েছে। সদ্য সমাপ্ত ব্রিক্সের সিয়ামেন শীর্ষ সম্মেলনে কয়েকটি নতুন উন্নয়ন প্রকল্প গৃহীত হয়েছে। অর্থ সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে নতুন ব্যবস্থা ও নতুন সংস্থা প্রতিষ্ঠা হওয়ায় রাশিয়া সন্তুষ্ট।

চীন-রাশিয়া দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে শুভালভ বলেন, বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের প্রধান শক্তি চীন। রাশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা অংশীদার হিসেবে, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এবং ইউরেশীয় ইকোনমিক ইউনিয়নের প্রেক্ষাপটে রাশিয়া-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য আরো বাড়াবে।

রাশিয়া আশা করে চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের প্রযুক্তি, জ্বালানি সম্পদ ও সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা আরও জোরদার হবে। তাছাড়া, চীনে আরো খাদ্য ও পরিবেশ-বান্ধব পণ্য রপ্তানির আশা করে রাশিয়া।

(জিনিয়া ওয়াং/ মহসীন/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040