নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট সি'র বৈঠক
  2017-09-05 19:44:09  cri
সেপ্টেম্বর ৫: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) সিয়ামেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠককালে প্রেসিডেন্ট সি বলেন, চীন ও ভারত একে অপরের গুরুত্বপূর্ণ সুপ্রতিবেশী এবং দু'টি বৃহত্তম উন্নয়নশীল দেশ ও উদীয়মান বাজার। সুস্থ এবং স্থিতিশীল চীন-ভারত সম্পর্ক দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ যা এতদঞ্চল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন আকাঙ্ক্ষা। চীন ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির ভিত্তিতে পারস্পরিক রাজনৈতিক আস্থা, কল্যাণকর সহযোগিতা সম্প্রসারণ করতে এবং দেশ দু'টির সম্পর্কের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক বলে প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন।

ব্রিক্স দেশগুলোর সিয়ামেন শীর্ষ বৈঠকের সফলতায় অভিনন্দন জানিয়ে মোদি বলেন, বর্তমান পরিস্থিতিতে এবারের বৈঠক ব্রিক্স দেশগুলোর সহযোগিতা জোরদারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোদি বলেন, চীন ও ভারত একে অপরকে প্রতিদ্বন্ধী হিসেবে মনে করা উচিত্ নয়। বরং সহযোগিতাকে দু'দেশের সম্পর্কের ধ্রুবতারা হিসেবে গড়ে তোলা উচিত্। তিনি বলেন, আন্তর্জাতিক বিষয়ে চীনের সঙ্গে সমন্বয় ও সহযোগিতাও জোরদার করতে ইচ্ছুক ভারত।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040