সি চিন পিং'র সঙ্গে মিশরের প্রেসিডেন্টের সাক্ষাত্
  2017-09-05 18:57:18  cri
সেপ্টেম্বর ৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) সিয়ামেনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি'র সঙ্গে সাক্ষাত্ করেছেন।

উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশের সম্মেলনে অংশ নিতে আসা আবদেল ফাত্তাহ আল সিসিকে স্বাগত জানান প্রেসিডেন্ট সি। প্রেসিডেন্ট সি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-মিশর সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সম্পর্কে দ্রুত উন্নয়ন হচ্ছে। দু'দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। আর্থিক ও সাংস্কৃতিক সহযোগিতা ও বিনিময়ের সুফল অর্জিত হয়েছে। তিনি বলেন, চীন-মিশর সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সম্পর্কের অব্যাহত উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক চীন।

প্রেসিডেন্ট সি আরো বলেন, চীন-মিশর সম্পর্কের ওপর চীন উচ্চ স্তরের গুরুত্বারোপ করে। দু'পক্ষের উচিত উচ্চ পর্যায়ের ঘনিষ্ঠ বিনিময় বজায় রাখা। গুরুত্বপূর্ণ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পরস্পরকে সমর্থন দেওয়া। এক সাথে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণে অবদান রাখা। তাছাড়া সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা গভীর ও আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে সমন্বয় করবে দু'দেশ।

সিসি বলেন, মিশর-চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সম্পর্কের ওপর মিশর উচ্চ স্তরের গুরুত্ব দেয়। চীনের উদ্যোগে উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশের আলোচনা বৈঠক আয়োজনকে মিশর প্রশংসা করে। উন্নয়শীল দেশগুলোর সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি একমত হন।

বৈঠকের পর দু'দেশের অর্থনৈতিক, প্রযুক্তি, পরিবহন ও আইন শৃঙ্খলা নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রের দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

(জিনিয়া ওয়াং/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040