ব্রিক্সের নতুন উন্নয়ন ব্যাংকের প্রকল্প প্রস্তুতি তহবিলে চীনের ৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান
  2017-09-05 18:55:17  cri
সেপ্টেম্বর ৫: ব্রিক্সের নতুন উন্নয়ন ব্যাংকের প্রকল্প প্রস্তুতি তহবিলের জন্য চীনের ৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান হস্তান্তরের অনুষ্ঠান গতকাল (সোমবার) সিয়ামেন শহরে অনুষ্ঠিত হয়। চীনের অর্থমন্ত্রণালয়ের উপ-মন্ত্রী সি ইয়াও পিন এবং নতুন উন্নয়ন ব্যাংকের গভর্নর কে ভি কমথ এ সংক্রান্ত এক চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে কমথ বলেন, ব্যাংকটির প্রতিষ্ঠাতা দেশের মধ্যে প্রকল্প প্রস্তুতি তহবিলকে পুঁজি দেওয়ার প্রথম দেশ চীন। এই তহবিল ব্যাংকের প্রকল্পের জন্য আরো কার্যকর ও সুবিধাজনক এক পরিবেশ সৃষ্টি করবে। সংশ্লিষ্ট প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, রাষ্ট্র-রাষ্ট্র অংশীদার সম্পর্ক পরিকল্পনা প্রণয়ন এবং প্রকল্প চক্রের মেয়াদ গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে তহবিল থেকে পুঁজি দেওয়া হবে।

কমথ ব্যাংকটির কার্যক্রম সম্পর্কে বলেন, নতুন উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত ১১টি ঋণ প্রকল্প গৃহীত হয়েছে। এর মোট আর্থিক মূল্য ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে অধিকাংশ মূলধন সৌর শক্তি, বায়ু শক্তি, ছোট জল-বিদ্যুৎ ও সবুজ শক্তি ট্রান্সমিশনসহ বিভিন্ন টেকসই উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হয়েছে।

সি আশা করেন নতুন উন্নয়ন ব্যাংক কার্যকর ও পেশাদারীভাবে এই তহবিল ব্যবহার করে সদস্য রাষ্ট্রের মধ্যে উন্নয়নের অভিজ্ঞতার বিনিময় এগিয়ে নিয়ে যাবে এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতায় নতুন যুগের সূচনা হবে।

(জিনিয়া ওয়াং/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040