ব্রিক্স দেশগুলোর মধ্যে শুল্ক সহযোগিতা সংক্রান্ত কৌশলগত কাঠামো চুক্তি স্বাক্ষরিত
  2017-09-05 16:38:41  cri
সেপ্টেম্বর ৫: গতকাল (সোমবার) চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের পরিচালক ইউ কুয়াং চৌ এবং ব্রিক্সভুক্ত দেশগুলোর শুল্ক প্রশাসনের পরিচালক ও প্রতিনিধিরা 'ব্রিক্স দেশগুলোর শুল্ক সহযোগিতার কৌশলগত কাঠামো চুক্তিতে' স্বাক্ষর করেছেন।

ব্রিক্সভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সহযোগিতার দলিলপত্র সোমবার বিকেলে ব্রিক্স দেশগুলোর বাণিজ্য ও শিল্প ফোরামের পর স্বাক্ষর করা হয়।

দলিলপত্রে 'তথ্যের বিনিময়, পারস্পরিকভাবে তত্ত্বাবধান এবং আইনশৃঙ্খলার ক্ষেত্রে একে অপরকে সাহায্য' ক্ষেত্রে শুল্ক বিষয়ে ব্রিক্স দেশগুলোর সহযোগিতা চালানোর নীতি গৃহীত হয়। তাছাড়া, বাণিজ্যের সহজকরণ, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা, সক্ষমতা বৃদ্ধি এবং বহুপক্ষীয় কাঠামোতে অবস্থানের সমন্বয়সহ বিভিন্ন বিষয় ভবিষ্যতে সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে দলিলপত্রে। এ দলিলপত্র ভবিষ্যতে শুল্ক ক্ষেত্রে ব্রিক্স দেশগুলোর সহযোগিতা গভীরতর করার জন্য দিকনির্দেশনা দিবে বলে আশা করা হচ্ছে।

২০১৬ সালে ভারতের গোয়াতে অনুষ্ঠিত ব্রিক্স দেশগুলোর রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের সম্মেলনে চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের পরিচালক ইউ কুয়াং চৌ এ দলিলপত্র উত্থাপন করেন। তাঁর এই প্রস্তাব বিভিন্ন পক্ষের সমর্থনও পেয়েছে।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040