উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর সংলাপ সম্মেলন অনুষ্ঠিত
  2017-09-05 15:26:18  cri
সেপ্টেম্বর ৫: উদীয়মান বাজার এবং উন্নয়নশীল দেশগুলোর সংলাপ সম্মেলন আজ (মঙ্গলবার) সিয়ামেনে অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে সভাপতিত্ব করেন।

সম্মেলনে প্রেসিডেন্ট সি বিভিন্ন পক্ষের ঐক্য ও সহযোগিতা জোরদার এবং সম্মিলিতভাবে উদার বিশ্ব অর্থনীতি নির্মাণ করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ একমত হন যে, নতুন পরিস্থিতিতে উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর ঐক্য ও সহযোগিতা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন পক্ষ সার্বিকভাবে এজেন্ডা-২০৩০ বাস্তবায়নের ব্যাপারে একমত হন।

সম্মেলনে প্রেসিডেন্ট সি আরো বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে অন্য উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করে যাবে ব্রিক্স। দুর্ভিক্ষ, শরণার্থী, জলবায়ুর পরিবর্তন এবং জণস্বাস্থ্যসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার সহায়তা তহবিলে ৫০ কোটি মার্কিন ডলারের অনুদান দেবে বলে প্রেসিডেন্ট সি উল্লেখ করেন।

সংলাপ সম্মেলনের পর চীন সভাপতি হিসেবে বিবৃতি প্রকাশ করে।এতে সম্মেলনে সম্পাদিত মতৈক্যের বিষয় এবং এজেন্ডা-২০৩০ বাস্তবায়নে বিভিন্ন পক্ষের আস্থা ও প্রতিজ্ঞা তুলে ধরা হয়।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040