রাজনৈতিক নিরাপত্তা সহযোগিতা আন্তর্জাতিক সমাজের প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ : ব্রিক্স শীর্ষ নেতৃবৃন্দ
  2017-09-05 15:19:58  cri

সেপ্টেম্বর ৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, ব্রিক্সভুক্ত পাঁচ দেশের নেতারা সর্বসম্মতিক্রমে মনে করেন, রাজনৈতিক নিরাপত্তা সহযোগিতা গভীরতর করা, কৌশলগত পারস্পরিক আস্থা বাড়ানো পাঁচ দেশের অভিন্ন স্বার্থ আর আন্তর্জাতিক সমাজের প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ। তিনি বলেন, এ বছর আমরা আন্তর্জাতিক পরিস্থিতি, বৈশ্বিক সংস্কার, আন্তর্জাতিক ও আঞ্চলিক উত্তপ্ত বিষয়, দেশের নিরাপত্তা ও উন্নয়নসহ নানা ইস্যু নিয়ে গভীর মতবিনিময় করেছি এবং গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছি। আমরা সাফল্যের সঙ্গে নিরাপত্তা বিষয়ক ঊর্ধ্বতন প্রতিনিধিদের সম্মেলন আর প্রথম পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠক আয়োজন করেছি। এটা ব্রিক্সের রাজনৈতিক নিরাপত্তা খাতের সহযোগিতায় নতুন চালিকাশক্তি যোগ করেছে। আমরা নিউইয়র্ক, জেনিভা আর ভিয়েনায় স্থায়ী প্রতিনিধিদের নিয়মিত আলোচনা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি। অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের অবস্থান সমন্বিত হয়েছে। সন্ত্রাস-দমন, ইন্টানেট নিরাপত্তা, শান্তি রক্ষা, মধ্যপ্রাচ্য সমস্যাসহ নানা ক্ষেত্রে আমাদের সহযোগিতা সুষ্ঠুভাবে চলছে। এসব কাজ বিশ্ব রাজনীতিতে ব্রিক্স দেশগুলোর প্রভাব উন্নীত করেছে। সি বলেন, আমরা রাজনৈতিক নিরাপত্তা সহযোগিতার সুস্থ প্রবণতা বজায় রাখা সমর্থন করি এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আরো বেশি অবদান রাখার প্রত্যাশা করি।

(ইয়ু/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040