ব্রিক্স ব্যবস্থায় নতুন অগ্রগতি অর্জিত: সি চিন পিং
  2017-09-05 15:19:58  cri

সেপ্টেম্বর ৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) সাংবাদিক সম্মেলনে বলেছেন, ব্রিক্স ব্যবস্থায় চলতি বছর নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন, ব্রিক্স দেশগুলো প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠক ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধিদের নিয়মিত আলোচনা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। তাছাড়া, ইলেকট্রনিক বন্দরের মডেল নেটওয়ার্ক, ইলেক্ট্রনিক বাণিজ্য বিষয়ক কার্যগ্রুপ, জাদুঘর ইউনিয়ন, চিত্রশালা ইউনিয়ন, গ্রন্থাগার ইউনিয়নসহ নানা সহযোগিতা প্লাটফর্মও প্রতিষ্ঠিত হয়েছে। এ নতুন ব্যবস্থাগুলো ব্রিক্সভুক্ত পাঁচটি দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে সহযোগিতার বলিষ্ঠ নিশ্চয়তা দেবে।

(ইয়ু/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040