৮৮ কিলোগ্রাম স্বর্ণ উদ্ধার করেছে নেপালি পুলিশ
  2017-09-05 14:33:58  cri

সেপ্টেম্বর ৫: গতকাল (সোমবার) কাঠমান্ডুতে চোরাচালানের সময় ৮৮ কিলোগ্রাম স্বর্ণ উদ্ধার করেছে নেপালি পুলিশ। একটি গাড়ি আটক করে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

স্থানীয় তথ্যমাধ্যমের খবরে বলা হয়, এ ঘটনা নেপালের ইতিহাসে সবচেয়ে বড় আকারের স্বর্ণ চোরাচালানের ঘটনা। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী, স্বর্ণগুলো চীন-নেপাল সীমান্ত বন্দর চি লং থেকে চোরাচালান করা হয়। কিছু স্বর্ণ ভারতে পাচার এবং বাকি কাঠমান্ডুতে রাখার পরিকল্পনা ছিলো। (শিশির/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040