ভারতের উত্তর প্রদেশে একটি হাসপাতালে ৪৯জন শিশু নিহত
  2017-09-05 14:32:33  cri

সেপ্টেম্বর ৫: ভারতের উত্তর প্রদেশের ফারুখাবাদ জেলার একটি সরকারি হাসপাতালে ২০ জুলাই থেকে ২১ অগাস্ট পর্যন্ত ৪৯ জন শিশু অক্সিজেন বা ওষুধের অভাবে নিহত হয়েছে। গতকাল (সোমবার) প্রদেশটির সরকারি মুখপাত্র এ খবর জানিয়েছেন।

মুখপাত্র বলেন, ৩০ জন নবজাত শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে নিহত এবং অন্য ১৯জন জন্ম প্রক্রিয়ায় নিহত হয়। প্রদেশের সরকার জেলা প্রশাসক এবং হাসপাতালের প্রধান চিকিত্সকসহ তিনজনকে বরখাস্ত করে এবং ঘটনার তদন্ত শুরু করে।

প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ৩০ জন শিশু অক্সিজেনের অভাবে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে মারা যায়। অন্য ১৯জন শিশুর মৃত্যুর কারণ প্রকাশিত হয়নি। তাদের পিতামাতা মনে করেন, যথাসময়ে অক্সিজেন ও ওষুধ সরবরাহ না করার কারণে তাদের শিশুর মৃত্যু হয়েছে। (শিশির/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040