সিয়ামেনে সি চিন পিং ও তার স্ত্রী পেং লি ইউয়ানের অভ্যর্থনা ভোজ অনুষ্ঠান আয়োজন
  2017-09-05 14:30:05  cri

সেপ্টেম্বর ৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও তার স্ত্রী পেং লি ইউয়ান গতকাল (সোমবার) সিয়ামেন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অভ্যর্থনা ভোজ অনুষ্ঠান আয়োজন করেন। ব্রিক্সভুক্ত দেশ, নবোদিত বাজার দেশ ও উন্নয়নশীল দেশের সংলাপে অংশগ্রহণকারী নেতা ও তাদের দাম্পত্য সঙ্গী, নানা অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সি চিন পিং তার ভাষণে চীন সরকার ও জনগণের পক্ষ থেকে অতিথিদের জানান স্বাগত। তিনি বলেন, সিয়ামেন এমন একটি শহর যেখানে অর্থনীতি উত্সাহব্যঞ্জকভাবে প্রসারিত হচ্ছে। এখানে মানুষ একটি ভালো এবং সমৃদ্ধ জীবন উপভোগ করেন। সিয়ামেন বৈদেশিক বিনিময় ঘনিষ্ঠ করার একটি আধুনিক ও বিশ্বায়নের বড় নগর এবং চীনে বৈদেশিক উন্মুক্ত ও উদ্ভাবন উন্নয়নের একটি ভূমি। আজ ব্রিক্সভুক্ত দেশ, নবোদিত বাজার দেশ ও উন্নয়নশীল দেশের সংলাপে অংশগ্রহণকারী দেশের নেতারা সিয়ামেনে মিলিত হয়েছেন, যা এ শহরটির নতুন কাহিনী সৃষ্টি করবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, ব্রিক্সভুক্ত দেশের নেতাদের শীর্ষসম্মেলন সিয়ামেনে সফলভাবে অনুষ্ঠিত হয় এবং যা ফলপ্রসূ। মঙ্গলবার নবোদিত বাজার দেশ ও উন্নয়নশীল দেশের সংলাপ অনুষ্ঠিত হবে এবং অংশগ্রহণকারী দেশ উন্নয়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তিনি আশা করেন, সিয়ামেন সম্মেলনের মাধ্যমে আমাদের উন্নয়ন, সহযোগিতা এবং ব্রিক্স সহযোগিতার দ্বিতীয় স্বর্ণ দশক শুরু হবে এবং নবোদিত বাজার দেশ ও উন্নয়নশীল দেশের উজ্জ্বল ভবিষ্যত সূচনা হবে। (শিশির/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040