ব্রিক্স সহযোগিতার দ্বিতীয়'স্বর্ণ দশক'-এর সূচনা হয়েছে: সি চিন পিং
  2017-09-05 14:13:02  cri
সেপ্টেম্বর ৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, নবম শীর্ষসম্মেলনের মাধ্যমে ব্রিক্স সহযোগিতার দ্বিতীয় 'স্বর্ণ দশক'-এর সূচনা হয়েছে। তিনি আজ (মঙ্গলবার) দুপুরে দেশি-বিদেশি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট সি ব্রিক্স শীর্ষসম্মেলন এবং নবোদিত বাজার-দেশগুলোর সাথে  উন্নয়নশীল দেশগুলোর সংলাপের ফলাফল তুলে ধরেন। তিনি বলেন, দশ বছর আগে 'ব্রিক্স'-এর যাত্রা শুরু হয়। তখন আন্তর্জাতিক সমাজের দৃষ্টি ব্রিক্সের প্রতি আকৃষ্ট হয়েছিল। বৈশ্বিক অর্থনীতিতে সংকটসহ নানান সমস্যা মোকাবিলার প্রক্রিয়ায় ব্রিক্স নবোদিত বাজার-দেশগুলোর সাথে  উন্নয়নশীল দেশগুলোর সংহতি, সহযোগিতা, ও পারস্পরিক কল্যাণকর সম্পর্ক সৃষ্টির উপায় অন্বেষণ করে চলেছে।
প্রেসিডেন্ট সি জানান, সিয়ামেন বৈঠকে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ একে সহযোগিতার এক নতুন আরম্ভবিন্দু হিসেবে মেনে নিয়েছেন। তারা আরও নিবিঢ় এবং ব্যাপক ও সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারেও ঐকমত্যে পৌঁছেছেন।  (ইয়ু/আলিম)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040