ব্রিক্স ফোরামে সি চিন পিংয়ের ভাষণ নিয়ে আন্তর্জাতিক তথ্যমাধ্যমের রিপোর্ট
  2017-09-05 10:44:19  cri

সেপ্টেম্বর ৫: সিয়ামেনে অনুষ্ঠিত ব্রিক্স শিল্প ও বাণিজ্য ফোরামে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং 'একসঙ্গে ব্রিক্স সহযোগিতার দ্বিতীয় স্বর্ণ দশক' নামক একটি ভাষণ দিয়েছেন। এই ভাষণের প্রতি ব্যাপক মনোযোগ দেয় আন্তর্জাতিক তথ্যমাধ্যম।

রয়টার্স জানায়, বর্তমান বৈশ্বিক অর্থনীতির পটভূমিতে বিশ্বায়নে চীনের নেতৃত্বসূচক পদমর্যাদার গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে ।

এএফপি জানায়, নতুন উন্নয়ন ব্যাংক হচ্ছে 'ব্রিক্সের গুরুত্বপূর্ণ সাফল্য'। ব্যাংকটি 'উন্নয়নশীল দেশগুলোর বিশ্ব ব্যাংক'-এর ভূমিকা পালন করবে এবং ব্রিক্সের উন্নয়নে দিক নির্দেশনা দেবে।

রুশ তথ্যমাধ্যম প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণ নিয় সার্বিকভাবে রিপোর্ট করেছে। দেশটির বার্তা সংস্থা তাস ব্রিক্সভুক্ত দেশগুলোর ভবিষ্যতে মনোযোগ দেয়। তাস সি চিন পিংয়ের কথার উদ্ধৃতি দিয়ে জানায়, ব্রিক্সভুক্ত দেশগুলোর যৌথভাবে অর্থনীতি প্রবৃদ্ধির উপায় খোঁজা উচিত। (লেলিন/টুটুল/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040