নবম ব্রিক্স শীর্ষ সম্মেলনের সভাপতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এর ব্রিক্সের অংশীদারিত্ব সম্পর্ক গভীরতর ও জোরদার করার ওপর গুরুত্বারোপ
  2017-09-04 19:42:31  cri

সেপ্টেম্বর ৪: পাঁচ-জাতি জোট ব্রিক্সের নবম শীর্ষ সম্মেলন আজ (সোমবার) সকালে সিয়ামেনে শুরু হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

সকালে ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিয়ানমেন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলাদা আলাদাভাবে উপস্থিত হলে তাদেরকে আন্তরিক স্বাগত জানান প্রেসিডেন্ট সি।

সকালে ভিন্ন ভিন্ন পরিসরের সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট সি চিন পি। ছোট পরিসরের সম্মেলনে আলোচিত বিষয়ের মধ্যে রয়েছে বিশ্ব অর্থনৈতিক অবস্থা, আর্থিক ব্যবস্থাপনা, আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যু, ব্রিক্স দেশের নিরাপত্তা ও উন্নয়ন।

অন্যদিকে বড় পরিসরের সম্মেলনে প্রধানত ব্রিক্সের সহযোগিতা গভীর করা, সাংস্কৃতিক বিনিময় ব্যবস্থা স্থাপন এবং এগিয়ে নিয়ে যাওয়াসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

বড় পরিসরের সম্মেলনে 'ব্রিক্সের গভীর ও জোরদার অংশীদারিত্ব সম্পর্ক-আরো উজ্জ্বল ভবিষ্যত প্রতিষ্ঠা' প্রতিপাদ্য নিয়ে এক ভাষণ দেন প্রেসিডেন্ট সি। ভাষণে তিনি গত দশ বছরে ব্রিক্সের সহযোগিতার ওপর ইতিবাচক মূল্যায়ন করেন। সি জোর দিয়ে বলেন যে, ব্রিক্স সহযোগিতার দ্বিতীয় 'সুবর্ণ দশ বছর' সৃষ্টি করবে যাতে ব্রিক্সভুক্ত দেশগুলোর জনগণ, এমনকি বিশ্বের সকল দেশের জনগণের কাছে তা কল্যাণ নিয়ে আসে।

প্রেসিডেন্ট সি আরো বলেন, বর্তমান জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে ব্রিক্সের সহযোগিতা আরো গুরুত্বপূর্ণ। সার্বিকভাবে ব্রিক্স অংশীদারিত্ব সম্পর্ক গভীর করার জন্য আমাদের উচিত কার্যকর অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়া। কৌশল উন্নয়নের ক্ষেত্রে আরো বিনিময় জোরদার করা।

তিনি আশা প্রকাশ করে বলেন, এসবই আরো ন্যায্য ও যুক্তিসংগত একটি আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠা এগিয়ে নিয়ে যাবে।

(জিনিয়া ওয়াং/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040