বিশ্ব অর্থনীতির উন্নয়নে ব্রিক্স আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: বাংলাদেশের সাংবাদিক
  2017-09-04 19:06:21  cri
সেপ্টেম্বর ৪: সিয়ামেনে অনুষ্ঠিত ব্রিক্সের শিল্প ও বাণিজ্য ফোরামে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বক্তৃতায় ব্রিক্সের ভবিষ্যত নিয়ে আস্থাশীল জনগণ। বিগত দশ বছরে বিশ্ব অর্থনীতির উন্নয়নে ব্রিক্সের ভূমিকা প্রশংসনীয় এবং ভবিষ্যতে বিশ্ব অর্থনীতির উন্নয়নে ব্রিক্স আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা মনে করেন।

বাংলাদেশের অন্যতম ইংরেজী দৈনিক দ্যা 'ফাইন্যানশিয়াল এক্সপ্রেস'র সাংবাদিক জুবায়ের হাসান আজ (সোমবার) সিআরআইয়ের সংবাদদাতার কাছে দেওয়া এক সাক্ষাত্কারে একথা বলেন।

জুবায়ের বলেন, বর্তমানে বিশ্বের নানা জায়গায় অস্থিরতা দেখা দেওয়ায় অনেক উন্নত দেশ উন্নয়নে চালিকাশক্তির অভাব বোধ করছে। ব্রিক্স জোটে সহযোগিতায় অংশীদারি সম্পর্ক এবং মূলনীতির ওপর গুরুত্বারোপ করা হয়। এই অবস্থায় ব্রিক্স দেশগুলোর নেতৃত্বের উচিৎ সকল উন্নয়নশীল দেশগুলোর হাতে হাত ধরে অভিন্ন উন্নয়ন সন্ধান করা। তাঁর বিশ্বাস, ব্রিক্স সহযোগিতার পরবর্তী দশক বিশ্ব অর্থনীতির উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040