আজকের টপিক ৪ সেপ্টেম্বর: বাংলাদেশের সাংবাদিকের চোখে সিয়ামেন ব্রিক্স শীর্ষসম্মেলন
  2017-09-04 16:24:58  cri


'ব্রিক্স' বর্তমান বিশ্বের একটি সুপরিচিত অর্থনৈতিক জোট। এ জোটের সদস্যরাষ্ট্রগুলো হচ্ছে: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। বৈশ্বিক অর্থনীতিতে এ পাঁচটি উদীয়মান দেশের গুরুত্ব অনস্বীকার্য। এই ব্রিক্সের নবম শীর্ষসম্মেলন ৩ থেকে ৫ সেপ্টেম্বর চীনের ফুচিয়েন প্রদেশের সিয়ামেন শহরে অনুষ্ঠিত হবে। এবারের শীর্ষসম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: 'ব্রিক্স অংশীদারি সম্পর্ক জোরদার করে উজ্জ্বলতর ভবিষ্যতের জন্য যৌথ প্রচেষ্টা চালানো'।

আজকের টপিক আসরে ব্রিক্সের নবম শীর্ষসম্মেলন নিয়ে কথা বলছি বাংলাদেশের ফাইন্যানসিয়াল এক্সপ্রেস পত্রিকার সাংবাদিক জোবায়ের হাসানের সঙ্গে। তিনি বর্তমানে চীনে অবস্থান করছেন এবং নিজেই সিয়ামেন গিয়ে এবারের ব্রিক্স শীর্ষ সম্মেলনে কাভার করছেন। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040