ব্রিক্স শিল্প ও বাণিজ্য ফোরামে প্রেসিডেন্ট সি'র ভাষণের প্রশংসায় দেশি-বিদেশি ব্যবসায়ীরা
  2017-09-04 14:31:18  cri

'ব্রিক্স বাণিজ্য ও শিল্প ফোরাম, ২০১৭'-এর উদ্বোধন হয় গতকাল (রোববার) বিকেলে, চীনের সিয়ামেনে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং উদ্বোধনী অনুষ্ঠানে 'যৌথভাবে ব্রিক্স সহযোগিতার দ্বিতীয় 'স্বর্ণ দশক'-এর সূচনা করা' শীর্ষক ভাষণ দেন। তার ভাষণ ফোরামে অংশগ্রহণকারী দেশি-বিদেশি ব্যবসায়ীদের প্রশংসা কুড়ায়।

চু হাই ক্য লি ইলেক্ট্রোনিক যন্ত্র লিমিটেড কোম্পানির মহাব্যবস্থাপক তুং মিন চু বললেন, একজন চীনা শিল্পপতি হিসেবে তিনি কাঁধের ওপর আরও বেশি দায়িত্ব অনুভব করছেন। তিনি বলেন

"প্রেসিডেন্ট সি'র ভাষণে একটি বড় দেশ হিসেবে চীনের ভাবমূর্তি তুলে ধরা হয়েছে; উল্লেখ করা হয়েছে আত্মোন্নতির কথা। আমি মনে করি, এর মাধ্যমে তিনি চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও আরও দায়িত্বশীল হবার তাগিদ দিয়েছেন। আমাদের কাজ যে কেবল চীনাদের জীবন আরও সুখী ও সমৃদ্ধিশালী করতে পারে, তা নয়; ব্রিক্সভুক্ত সকল দেশ ও 'ব্রিক্স প্লাস' ধারণার আওতায় অন্যান্য দেশও এ থেকে উপকৃত হতে পারে।"

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণে ব্রিক্সভুক্ত দেশগুলোর সহযোগিতা গভীরতর করা এবং ৫টি ব্রিক্স দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন চালিকাশক্তি সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। চীনের নেতৃস্থানীয় ক্লাউড কম্পিউটিং ও বড় ডেটা সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান লাং ছাও গোষ্ঠীর মহাব্যবস্থাপক সুন ফি সু বলেন,

"চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট প্রযুক্তি রয়েছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতে প্রতিষ্ঠানগুলো অনেক যোগ্য ও উন্নত। বর্তমানে চীন একটি প্রভাবশালী বড় 'সাইবার কান্ট্রি'। সাইবার প্রযুক্তি ক্ষেত্রে বিক্সভুক্ত অন্যান্য দেশের সাথে কার্যকর সমন্বয় সাধনে চীন বরাবরই আগ্রহী। চীনের সংশ্লিষ্ট প্রযুক্তি ও অভিজ্ঞতা ব্রিক্সভুক্ত অন্যান্য দেশ এবং 'ব্রিক্স প্লাস' ধারণার আওতায় অন্যান্য দেশও কাজে লাগাতে পারবে বলে আমরা আশাবাদী।"

প্রেসিডেন্ট সি চিন পিং তার ভাষণে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অন্যান্য দেশে পুঁজি বিনিয়োগ বাড়াতে উত্সাহ দিয়েছেন এবং বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে চীনে বিনিয়োগ বাড়াতে আহ্বান জানিয়েছেন। ব্রাজিলের ভালে মিনারেল্স কোম্পানির চীনা বিভাগের মহাপরিচলাক ইয়োয়ায়োম ডি ফারিয়া বলেন, এ আহ্বান কোম্পানিকে চীনে বিনিয়োগ বাড়াতে উত্সাহিত করবে। এ সম্পর্কে তিনি বলেন,

"প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণ খুবই চমত্কার! তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে, চীনে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য কীভাবে ব্যবসার পরিবেশ ক্রমশ আরও উন্নত করা হবে। আমরা চীনের উন্নয়নের সম্ভাবনার প্রতি আস্থাবান। চীনা অর্থনীতির প্রবৃদ্ধির গতি ধীর হলেও, অর্থনৈতিক উন্নয়নের গতি খুবই স্থিতিশীল। চীনা বাজারের ওপর আগের মতোই আমাদের আস্থা আছে।"

বেইজিংয়ে গ্যাজপ্রম ব্যাংক জয়েন্ট স্টক কম্পানির প্রধান প্রতিনিধি আভারকি সাভোস্তিয়ানভ বলেন,

"আমি মনে করি, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণে ব্রিক্স ব্যবস্থা চালুর পরের দশ বছরে বাইরের পরিবেশ পরিবর্তন ও নিজস্ব উন্নয়নের সুবিধার রূপান্তর এবং আগামী দশ বছরে ব্রিক্সভুক্ত দেশগুলোর উন্নয়নের সম্ভাবনা সঠিকভাবে বিশ্লেষণ করা হয়েছে।"

ভারতের তাশি গ্রুপের মহাব্যবস্থাপক কাশি নাথ শুকলা বলেন,

"প্রেসিডেন্ট সি পিন চিংয়ের ভাষণে বৈশ্বিক উন্নয়ন নিয়ে যেসব কথা বলা হয়েছে আমি সেগুলো ভালো করে লক্ষ্য করেছি। তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে দারিদ্র্যবিমোচন ও অবকাঠামো উন্নয়নের কথা বলেছেন এবং দেশি বিনিয়োগকারীদের বিদেশে ও বিদেশি বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। এ আহ্বান উত্সাহব্যঞ্জক।"

(ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040