সিয়ামেন সম্মেলনে ৮টি আর্থ-বাণিজ্যিক সাফল্য অর্জিত হতে পারে: চীনের উপ বাণিজ্যমন্ত্রী
  2017-09-03 19:32:53  cri
সেপ্টেম্বর ৩: ব্রিক্স দেশগুলোর নেতৃবৃন্দের সিয়ামেন বৈঠকে ৮টি গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্যিক সাফল্য অর্জিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং শৌ ওয়েন আজ (রোববার) সম্মেলন স্থলে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

এ ৮টি সাফল্যের মধ্যে রয়েছে, সেবার মান বৃদ্ধিতে ব্রিক্স দেশগুলোর ইলেকট্রনিক পোর্ট নেটওয়ার্কের নির্মাণ অনুমোদন। ব্রিক্স দেশগুলোর পুঁজি বিনিয়োগের সম্ভাবনা খুঁজে বের করতে ব্রিক্স দেশগুলোর পুঁজি বিনিয়োগের সুবিধাকরণ সংক্রান্ত সহযোগিতা পরিকল্পনা অনুমোদন। বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থাকে সমর্থন এবং সংরক্ষণবাদের বিরোধিতা করতে মতৈক্যে উপনীত হওয়া। এছাড়া, আগামী বছর আন্তর্জাতিক আমদানী এক্সপো আয়োজনে চীনকে স্বাগত জানায় বিভিন্ন পক্ষ।

ওয়াং আরো বলেন, ব্রিক্স দেশগুলোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা কাঠামো প্রথমবারের মতো ব্রিক্সের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার আলোচ্য বিষয়ে অন্তর্ভূক্ত হয়েছে। এ কাঠামোতে বাণিজ্য ও বিনিয়োগের সহজকরণ, ইলেক্ট্রনিক বাণিজ্য, মেধাসত্ত্ব এবং সেবা বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অথনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা ও সক্ষমতা নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা সম্ভব। (লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040