চীনের সার্বিক সংস্কার গভীরতর, পথ সঠিক: সি চিন পিং
  2017-09-03 17:12:00  cri

সেপ্টেম্বর ৩: চীনের সিয়ামেনে অনুষ্ঠানরত ব্রিক্স শিল্প ও বাণিজ্য ফোরামে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর বক্তৃতায় বলেছেন, ব্রিক্স সহযোগিতা ব্যবস্থায় দশ বছর পার হয়েছে। একই সাথে এ দশ বছর চীনের সার্বিক সংস্কার সাধন ও উন্মুক্তকরণ ও আর্থ-সামাজিক দ্রুত উন্নয়নের দশক। এই দশ বছরে চীনের অর্থনীতির আকার ২৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমদানি ও রপ্তানির পরিমাণ ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীন পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে। ১৩০ কোটি চীনা জনগণের জীবনযাপনের মানে লক্ষণীয় উন্নতি এসেছে। বিশ্ব আর আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে চীনের অবদান দিন দিন বাড়ছে। বাস্তব অবস্থা থেকে প্রমাণিত হয়েছে, সার্বিক সংস্কার গভীরতর করার পথ ছিল সঠিক এবং আরো বড় পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে।

(ইয়ু/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040