ব্রিক্স সহযোগিতার দ্বিতীয় 'স্বর্ণ দশক'-এর জন্য প্রেসিডেন্ট সি'র ৪-দফা
  2017-09-03 17:08:38  cri

সেপ্টেম্বর ৩: ব্রিক্স সহযোগিতার দ্বিতীয় 'স্বর্ণ দশক'-এর স্বপ্ন বাস্তবায়নের জন্য ৪-দফা প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি আজ (রোববার) সিয়ামেনে 'ব্রিক্স শিল্প ও বাণিজ্য ফোরাম, ২০১৭'-এর উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তৃতায় বলেন, ব্রিক্স দেশগুলোর অর্থনীতির উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারে আরও কাজ করতে হবে।

তিনি যে ৪-দফা প্রস্তাব তুলে ধরেন, সেগুলো হচ্ছে: ব্রিক্স দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা গভীরতর করতে ও দেশগুলোর অর্থনীতিতে চালিকাশক্তি বাড়াতে হবে; ব্রিক্সকে সাহসের সাথে দায়িত্ব পালন করতে ও বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করে যেতে হবে; বৈশ্বিক অর্থনৈতিক সংস্কারে ব্রিক্সকে যথাযথ ভূমিকা পালন করতে হবে; এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্রিক্সের প্রভাব বাড়াতে ও অন্যান্য পক্ষের সাথে ব্রিক্সের ব্যাপক অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলতে হবে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040