এবারের ফোরামে মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা হবে। বিষয়গুলো হচ্ছে: 'বাণিজ্য ও বিনিয়োগ', 'আর্থিক সহযোগিতা ও উন্নয়ন', 'আন্তঃসংযোগ ও আন্তঃযোগাযোগ', 'নীল অর্থনীতি'।
উল্লেখ্য, বর্তমানে ব্রিক্সের অর্থনীতি বৈশ্বিক অর্থনীতির ২৩ শতাংশ এবং ব্রিক্সের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ গোটা বিশ্বের বৈদেশিক বাণিজ্যের ১৬ শতাংশ। ২০৩০ সাল নাগাদ ব্রিক্সভুক্ত দেশগুলোর সম্মিলিত অর্থনীতি জি-সেভেনের সম্মিলিত অর্থনীতিকে ছাড়িয়ে যাবে বলেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন। (লিলি/আলিম)