চীনের সিয়ামেনে ব্রিক্স শিল্প ও বাণিজ্য ফোরামের উদ্বোধন
  2017-09-03 15:49:11  cri

সেপ্টেম্বর ৩: চীনের সিয়ামেনে শুরু হয়েছে ব্রিক্স শিল্প ও বাণিজ্য ফোরাম। আজ (রোববার) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় ফোরামের উদ্বোধন করেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। সহস্রাধিক প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন।

এবারের ফোরামে মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা হবে। বিষয়গুলো হচ্ছে: 'বাণিজ্য ও বিনিয়োগ', 'আর্থিক সহযোগিতা ও উন্নয়ন', 'আন্তঃসংযোগ ও আন্তঃযোগাযোগ', 'নীল অর্থনীতি'।

উল্লেখ্য, বর্তমানে ব্রিক্সের অর্থনীতি বৈশ্বিক অর্থনীতির ২৩ শতাংশ এবং ব্রিক্সের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ গোটা বিশ্বের বৈদেশিক বাণিজ্যের ১৬ শতাংশ। ২০৩০ সাল নাগাদ ব্রিক্সভুক্ত দেশগুলোর সম্মিলিত অর্থনীতি জি-সেভেনের সম্মিলিত অর্থনীতিকে ছাড়িয়ে যাবে বলেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040