ব্রিক্সের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে আমরা আশাবাদী: চীনের উপ-অর্থমন্ত্রী
  2017-09-03 15:18:22  cri

চীনের উপ-অর্থমন্ত্রী শি ইয়াও বিন

সেপ্টেম্বর ৩: চীনের উপ-অর্থমন্ত্রী শি ইয়াও বিন বলেছেন, ব্রিক্সের ভবিষ্যত অর্থনীতি নিয়ে তাঁরা আশাবাদী। তিনি আজ (রোববার) সিয়ামেনে এক প্রেস ব্রিফিংয়ে এ আশাবাদ প্রকাশ করেন।
চীন আন্তর্জাতিক বেতারের একজন সংবাদিকের প্রশ্নে জবাবে তিনি বলেন, ২০১৬ সালে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্রিক্সভুক্ত দেশগুলোর অবদান ছিল ৫০ শতাংশ। এদিকে, চীন ও ভারতসহ ব্রিক্সের অন্যান্য সদস্যরাষ্ট্রের অর্থনীতিও প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে। ব্রাজিলের অর্থনীতি একসময় কঠিন অবস্থার সম্মুখীন হলেও, দেশটি বর্তমানে সে অবস্থা কাটিয়ে উঠছে।
শি ইয়াও বিন আরও বলেন, ব্রিক্সভুক্ত পাঁচটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বর্তমান অবস্থা, অর্থনীতির পরিমাণ, বাজারের চাহিদা, শ্রমশক্তির বাজার পরিস্থিতি, বাস্তব অবস্থা, উন্নয়নের ভবিষ্যত সম্ভাবনা, এবং সমন্বিত অভিন্ন উন্নয়নের প্রবণতা ও পদ্ধতির দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে, ভবিষ্যতেও ব্রিক্সের পাঁচটি দেশের অর্থনীতিতে ক্রমাগত প্রবৃদ্ধি অর্জিত হতে থাকবে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040