ব্রিক্স শিল্প ও বাণিজ্য ফোরামে মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা হবে
  2017-09-03 13:44:51  cri
সেপ্টেম্বর ৩: এবারের ব্রিক্স শিল্প ও বাণিজ্য ফোরামে মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা হবে। বিষয়গুলো হচ্ছে: 'বাণিজ্য ও বিনিয়োগ', 'আর্থিক সহযোগিতা ও উন্নয়ন', 'আন্তঃসংযোগ ও আন্তঃযোগাযোগ', 'নীল অর্থনীতি'।
ফোরামে ব্রিক্সভুক্ত দেশসমূহ এবং অন্যান্য কয়েকটি দেশের আমন্ত্রিত নেতৃবৃন্দ এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা, ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
এ ছাড়া, ২৫টি দেশের শিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধিরাও ফোরামে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী মোট প্রতিনিধির সংখ্যা হবে ১২০০। এর মধ্যে শিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধিই  ১০৬৯ জন।
ফোরামে বিশ্বের সেরা ৫০০টি শিল্পপ্রতিষ্ঠানের ৭৯টির এবং  চীনের সেরা ৫০০টি শিল্পপ্রতিষ্ঠানের ‌১১৫টির প্রতিনিধি অংশগ্রহণ করছেন। (ইয়ু/আলিম)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040