সিয়া মেন সম্মেলন ব্রিক্সের সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে
  2017-09-02 17:59:45  cri

সেপ্টেম্বর ২: ব্রিক্স শীর্ষ নেতাদের নবম সম্মেলন চীনের সিয়া মেন শহরে আগামীকাল শুরু হবে। বিশ্বের পাঁচটি সবচেয়ে প্রভাবশালী উদীয়মান দেশের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন। এবার সিয়া মেন সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর সহযোগিতা নিয়ে নতুন প্রস্তাব পেশ করবে চীন।

সংশ্লিষ্ট বিশ্লেষণ অনুসারে, এবারের সম্মেলন ব্রিক্সের সহযোগিতার বিন্যাস সম্প্রসারিত করবে। চীনের উত্থাপিত 'ব্রিক্স প্লাস' প্রস্তাব আরো বিস্তারিত বাস্তবায়ন প্রক্রিয়া দেখাবে। ব্রিক্স শীর্ষ নেতাদের নবম সাক্ষাত সংক্রান্ত ওয়েবসাইটে দেখা যায় যে, ব্যবস্থাটি আরো উন্নততর করার প্রস্তাব করবে চীন। প্রস্তাব অনুসারে ব্রিক্স দেশগুলোর 'বন্ধুত্বের বৃত্ত' বাড়িয়ে 'ব্রিক্স প্লাস' প্রতিষ্ঠা করা হবে।

২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিক্সের পঞ্চম সাক্ষাতে প্রথমবারের মত ব্রিক্স শীর্ষ নেতৃত্ব এবং আফ্রিকার ১২টি দেশের শীর্ষ নেতাদের সংলাপ অনুষ্ঠিত হয়। তখন থেকে আঞ্চলিক সহযোগিতা ও বিশ্ব ব্যবস্থায় ব্রিক্স দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 'ব্রিক্স প্লাস' বাস্তবায়ন হলে আরো ৩৫টি দেশ যুক্ত করে ব্রিক্সের সঙ্গে সহযোগিতা ও সংলাপ করা সম্ভব হবে।

সেজন্য এবারের সম্মেলনে বিস্তারিত বিনিময়, সংলাপের প্রস্তাব ও শর্ত প্রণীত হবে। এ প্রেক্ষাপটে এবার সিয়া মেন সাক্ষাতে এ সংক্রান্ত চীনের বিস্তারিত প্রস্তাব পেশ করার সম্ভাবনা আছে।

উল্লেখ করা যেতে পারে, ২০১১ সালে চীনের সান ইয়া শহরে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে নতুন সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা উপস্থিত ছিল। এবার নতুন সদস্য হওয়ার তথ্য না থাকলেও 'ব্রিক্স প্লাস' কাঠামোর কারণে ব্রিক্সের আরো বেশী অংশীদার এতে অংশ নেবে।

পালাক্রমিক সভাপতি রাষ্ট্র হিসেবে এবার সিয়া মেন সম্মেলনকে একটি গ্লোবাল সম্মেলনে পরিণত করবে চীন। ব্রিক্সের সদস্য ছাড়াও মিশর, গিনি, মেক্সিকো, থাইল্যান্ড ও তাজিকিস্তানও এ সম্মেলনে অংশ নিচ্ছে। তাছাড়া সিয়া মেন সম্মেলন ব্রিক্সের সহযোগিতার বিন্যাস আরও সম্প্রসারিত করবে।

পূর্বাভাসে দেখা যায়, এবার সম্মেলনে ধারাবাহিক চুক্তি স্বাক্ষরিত হবে। ব্রিক্সের নতুন উন্নয়ন ব্যাংক নতুন বিনিয়োগ আকর্ষণ করবে।

(জিনিয়া ওয়াং/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040