ব্রিক্স-সহযোগিতা ব্যবস্থার দ্বিতীয় দশক
  2017-09-02 17:58:05  cri
সেপ্টেম্বর ২: ব্রিক্সভূক্ত দেশগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সিয়া মেন সম্মেলন আগামীকাল (রোববার) শুরু হবে। এবারের বৈঠক ব্রিক্সভূক্ত দেশসমূহের সহযোগিতাকে নতুন এক উচ্চতায় নিতে এবং আরো ব্যাপক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে শুনবেন আজকের সংবাদ পর্যালোচনা।

১০ বছর ধরে উন্নয়নের পর ব্রিক্সভুক্ত দেশগুলো বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি বেগবান, বিশ্ব ব্যবস্থার সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষার অপরিহার্য শক্তি হয়ে ওঠে। গত দশ বছরের ব্রিক্সভুক্ত দেশসমূহের অর্থনৈতিক প্রতিবেদন অনুযায়ী পুঁজি বিনিয়োগের ধারণা থেকে আর্থ-বাণিজ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তিসহ ব্যাপক ক্ষেত্রে বহুপর্যায়ের সহযোগিতামূলক কাঠামোতে পরিণত হয়েছে এই জোট। ব্রিক্সভুক্ত দেশগুলোর সহযোগিতা দৃঢ় ভিত্তিতে এগিয়ে যাচ্ছে এবং নতুন একটি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে।

চলতি বছরে ব্রিক্সের সহযোগিতা দ্বিতীয় দশকে পদার্পণ করেছে। বর্তমান জটিল এবং পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে নতুন বাজার ও উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধি হিসেবে বৈশ্বিক চ্যালেঞ্জের মোকাবেলায় আরো সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করার জন্য ব্রিক্সের দায়িত্ব ও সক্ষমতা আছে।

ব্রিক্সের সহযোগিতা আরো ব্যাপক, গভীর ও শক্তিশালী করে তোলা। আরো দৃঢ় সামাজিক ভিত্তি স্থাপন করা এবং আরো ব্যাপক অংশীদারিত্বের সম্পর্ক নির্মাণ করা ব্রিক্সভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দের অভিন্ন ইচ্ছা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিয়া মেন শীর্ষবৈঠকে অংশ নেওয়ার আগে চীনা সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রবন্ধে বলেন, ব্রিক্সের সহযোগিতা সমান এবং একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের ভিত্তিতে পরিচালিত হয়। এবারের সিয়া মেন বৈঠক ব্রিক্সভুক্ত দেশসমূহের সহযোগিতা নতুন একটি পর্যায়ে নিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন। ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের এবারের সিয়া মেন শীর্ষ বৈঠকের সফলতা নিয়ে আস্থাশীল। ব্রিক্স ব্যবস্থা এর সদস্য দেশগুলোর জনগণের জন্য উন্নয়নের সুযোগ বয়ে আনবে বলে তিনি মনে করেন।

নতুন বাজার এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধি হিসেবে ব্রিক্সভুক্ত দেশগুলো বরাবরই অন্য বাজার এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সংলাপ ও সহযোগিতা চালানোর সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আসছে। ২০১৩ সাল থেকে প্রতি বছরের শীর্ষবৈঠকে সদস্যদেশগুলোর সঙ্গে সংলাপ ও মতবিনিময় করতে স্বাগতিক দেশের উদ্যোগে অ-ব্রিক্স দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়। চলতি বছর চীন বিগত বছরের সাফল্য অভিজ্ঞতা সারসংকলন করে 'ব্রিক্স প্লাস' শিরোনামে সহযোগিতার ধারণা উত্থাপন করেছে। এর উদ্দেশ্য হলো আরো ব্যাপক অংশীদারিত্বের সম্পর্ক তৈরি করা। আসন্ন সিয়া মেন শীর্ষবৈঠক চলাকালে নতুন বাজার এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সংলাপ আয়োজন করা হবে। সংলাপে 'পারস্পরিক কল্যাণকর সহযোগিতা গভীরতর এবং অভিন্ন উন্নয়ন বেগবান' এই প্রসঙ্গে ঘিরে ব্রিক্সভুক্ত পাঁচ দেশ মিশর, গিনি, মেক্সিকো, তাজিকিস্তান এবং থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে সহযোগিতার উপায় নিয়ে আলাপ আলোচনা করবে।

আরো ব্যাপক অংশীদারিত্বের সম্পর্ক গঠন করা এবং ব্রিক্সের প্রভাব সম্প্রসারণ করা হলো ভবিষ্যত উন্নয়ন প্রসঙ্গে চীনের উত্থাপিত গঠনমূলক প্রস্তাব। গত বছর ভারতের গোয়াতে অনুষ্ঠিত ব্রিক্সভুক্ত দেশগুলোর শীর্ষ বৈঠকে প্রেসিডেন্ট সি চিন পিং জানান, অব্যাহতভাবে ব্রিক্সের অংশীদারিত্বের সম্পর্ক সুসংহত ও সম্প্রসারণ করা এবং উদার ও সহনশীল অভিন্ন উন্নয়ন বজায় রাখা উচিত্।

ব্রিক্সের চেয়ারম্যান দেশের নির্বাচন নিয়ে চলতি বছর পহেলা জানুয়ারিতে ব্রিক্সের অন্য শীর্ষ নেতাদের কাছে পাঠানো চিঠিতে প্রেসিডেন্ট সি 'ব্যবস্থার নির্মাণকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আরো ব্যাপক অংশীদারিত্বের সম্পর্ক গঠনকে' সিয়া মেন শীর্ষবৈঠকের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেন।

চীনের উত্থাপিত 'ব্রিক্স প্লাস' ধারণায় উন্মুক্ততা, সহনশীলতা, সহযোগিতা এবং সকলের কল্যাণ প্রতিফলিত হয় এবং ব্রিক্সের মূল ধারণার সঙ্গে এর মিল আছে। যা ব্রিক্সের সহযোগিতার প্রভাব বাড়ানো, বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি বেগবান এবং বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো বেশি চালিকা শক্তি যোগানোর অনুকূল। 'ব্রিক্স প্লাস' ধারণা উত্থাপনের পর তা অন্য নতুন বাজার এবং উন্নয়নশীল দেশগুলোর কাছে জনপ্রিয়তা পেয়েছে। 'ব্রিক্স প্লাস' ব্রিক্সের প্রাণশক্তি বাড়ানো এবং বিশ্ব অর্থনীতির ইতিবাচক বাস্তবায়নে সহায়ক হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040