নবোদিত দেশকে নিজের উন্নয়নের মাধ্যমে বিশ্বে প্রভাব ফেলতে জাতিসংঘের উত্সাহ
  2017-09-01 18:55:54  cri

সেপ্টেম্বর ১: জাতিসংঘের  উপ মহসচিব ও  উন্নয়ন কর্মসূচির প্রশাসক আচিম স্টেইনার ৩০ অগাস্ট নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বলেছেন, ব্রিক্সভুক্ত দেশ নিজের অভিজ্ঞতা অনুযায়ী আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করে। এতে প্রমাণিত হয় যে,নবোদিত দেশ নিজের উন্নয়নের মাধ্যমে বিশ্বে প্রভাব ফেলতে পারে।

স্টেইনার বলেন, কয়েক দশকের উন্নয়নের মাধ্যমে নিজের জন্য উপযুক্ত একটি অর্থনৈতিক উন্নয়নের পথ এবং ব্রিক্স ব্যবস্থার মাধ্যমে বিনিময় ও সহযোগিতার প্লাটফর্ম খুঁজে পেয়েছে ব্রিক্সভুক্ত দেশগুলো। জাতিসংঘ আশা করে ব্রিক্সভুক্ত দেশ নিজের উন্নয়নের উপর দৃষ্টি রাখার পাশাপাশি বিশ্বের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং পরিবেশ, দারিদ্র ও শান্তিসহ মানবজাতির চ্যালেঞ্জ একসাথে মোকাবিলা করবে।

তিনি বিশ্বাস করেন, ব্রিক্সের সিয়ামেন শীর্ষসম্মেলনের মাধ্যমে সদস্যদেশগুলো আরো ঘনিষ্ঠভাবে টেকসই উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাবে। (শিশির/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040