ব্রিক্সভুক্ত দেশের সহযোগিতা-বিষয়ক প্রবন্ধ প্রকাশ করলেন পুতিন
  2017-09-01 17:59:11  cri

সেপ্টেম্বর ১: ব্রিক্স নেতাদের সিয়ামেন শীর্ষসম্মেলন উপলক্ষ্যে 'ব্রিক্সভুক্ত দেশ-কৌশলগত অংশীদারি সম্পর্কের নতুন দৃষ্টিপথ' নামে একটি প্রবন্ধ প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রবন্ধে পুতিন বলেন, চলতি বছর ব্রিক্সের পালাক্রমিক সভাপতিদেশ হিসেবে চীনের কার্যক্ষম কাজের সাহায্যে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিসহ নানা প্রধান ক্ষেত্রে ব্রিক্স দেশের সহযোগিতায় অভিন্ন অগ্রগতি অর্জিত হয়েছে। তা ছাড়া, ব্রিক্সভুক্ত ৫টি দেশের আন্তর্জাতিক পদমর্যাদাও লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সমতা ও সম্মান এবং পরস্পরের ধারণা ও মতৈক্যকে গুরুত্ব দেওয়ার ভিত্তিতে ব্রিক্স সহযোগিতা ব্যবস্থা স্থাপিত হয়েছে।

তিনি আরো বলেন, ব্রিক্সভুক্ত দেশগুলোর ব্যবস্থায় সৃষ্ট বহুপক্ষীয় সহযোগিতার ওপর গুরুত্ব দেয় রাশিয়া এবং আশা করে বিশেষ করে জাতিসংঘ ও জি-টোয়েন্টিসহ নানা আন্তর্জাতিক সংস্থায় ব্রিক্স দেশের মধ্যে আরো ঘনিষ্ঠ কূটনৈতিক সমন্বয়নীতি চালু হবে।

সন্ত্রাসদমন বিষয়ে পুতিন বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা পালনের ভিত্তিতে একটি ব্যাপক সন্ত্রাসদমন ফ্রন্ট তৈরি করা উচিত।

কোরীয় উপদ্বীপ প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষের উচিত বিনা শর্তে সরাসরি আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান করা।

পুতিন আরো বলেন, বিশ্বের তথ্য নিরাপত্তায় ব্রিক্স দেশের সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া। সিয়ামেন শীর্ষসম্মেলনে বাণিজ্য, বিনিয়োগ ও উত্পাদন সহযোগিতাসহ নানা ক্ষেত্রে নতুন বড় প্রকল্প নিয়ে তার দেশ আলোচনার প্রত্যাশা করে বলেও উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে এবারের এ শীর্ষসম্মেলন সদস্যদেশগুলোর সহযোগিতা নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি বিশ্বাস করেন। (শিশির/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040