আন্তর্জাতিক সমাজের উচিত সন্ত্রাসদমনে পাকিস্তানের অবদান স্বীকার করা: চীন
  2017-09-01 15:06:15  cri
সেপ্টেম্বর ১: পাকিস্তান বহু বছর ধরেই সন্ত্রাসবাদ দমনে সক্রিয় আছে এবং আন্তর্জাতিক সমাজের উচিত দেশটির এ অবদানকে স্বীকার করে নেওয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।

এক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, পাকিস্তানে সন্ত্রাসবাদ দমনের ব্যাপারে ভারত ইদানিং একটু বেশিই উদ্বেগ প্রকাশ করছে। এ বিষয়টি আসন্ন ব্রিক্স শীর্ষসম্মেলনের আলোচ্য বিষয় হতে পারে না।

মুখপাত্র আরও বলেন, চীন পাকিস্তানসহ সংশ্লিষ্ট সকল দেশের সাথে যৌথভাবে আন্তর্জাতিক সন্ত্রাস দমনে কাজ করে যাবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার অভিযাগ আনেন। অন্যদিকে, ভারত পাকিস্তানে আশ্রয়-নেওয়া-সন্ত্রাসীদের আটক করতে চীনের চাপ প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040