২০১৭ সালে ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ২৫০ কোটি ডলার ‌ঋণ অনুমোদন দেবে
  2017-08-31 18:30:39  cri

অগাস্ট ৩১: চীনা অর্থমন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থ ও অর্থনীতি কেন্দ্রের পরিচালক চৌ ছিয়াং উ আজ (বৃহস্পতিবার) রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, শাংহাই শহরে ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)-র সদরদপ্তরের স্থায়ী অফিস ভবন নির্মিত হবে এবং ২০১৭ সালে ব্যাংকটি নতুন প্রকল্পের জন্য ২৫০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দেবে।

তিনি আরো বলেন, এনডিবি চালু হবার দু'বছরে কাঠামো নির্মাণ, ব্যবসা উন্নয়ন, আর্থিক এবং কর্মী বিষয়ক নীতি প্রণয়ন এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও সার্বিক কৌশলসহ নানা বিষয়ে অগ্রগতি অর্জন করেছে। এনডিবি চীনে ৩০০ কোটি ইউয়ান সবুজ ঋণপত্র প্রকাশ করেছে। ২০১৬ সালে ৭টি প্রকল্পে ঋণ দিয়েছে, যার মোট পরিমাণ ১৫৫ কোটি মার্কিন ডলার। গত ১৭ অগাস্ট জোহানেসবার্গে এনডিবির আফ্রিকা অঞ্চলের কেন্দ্র চালু হয় বলেও জানান তিনি। (শিশির/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040