আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি
  2017-08-31 15:37:56  cri
অগাস্ট ৩১: বর্তমানে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা ১১ হাজার, তা সামরিক পক্ষের প্রকাশিত ৮৪০০ জনের চেয়ে অনেক বেশি।গতকাল (বুধবার) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ডানা হোয়াইট এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এবার প্রকাশিত সংখ্যা সেনাবাহিনীর স্বচ্ছতা বাড়ানোর প্রতীক। তবে আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা আর বাড়ানো হবে না বলে ঘোষণা করেন তিনি।

২১ অগাস্ট আফগান যুদ্ধের নতুন কৌশল প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার না করে আরো সেনা বাড়ানো হবে বলে ঘোষণা করেন তিনি। তবে বিস্তারিত তথ্য জানা যায় নি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেন, আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা হিসাব করার পর সেনা বাড়ানোর সঠিক সংখ্যা জানানো হবে।

ওয়াশিংটন পোস্ট পত্রিকার সূত্রে জানা গেছে, আফগানিস্তানে আরো ৪০০০ সেনা পাঠাবে মার্কিন সরকার।

২০০১ সালে 'নাইন-ইলেভেন' সন্ত্রাসী হামলা সৃষ্টিকারী আল কায়েদা নেতা বিন লাদেনকে ধরার অজুহাতে ন্যাটোর যৌথ বাহিনী নিয়ে আফগানিস্তানে প্রবেশ করে মার্কিন সরকার। সে সেময় দেশটিতে মার্কিন সেনার সংখ্যা ছিলো ১ লাখেরও বেশি।

২০১৪ সালের শেষ দিকে আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী যুদ্ধের কার্যক্রম শেষ করে। এর পর ন্যাটো আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সমর্থন দেয়। পরিকল্পনা অনুসারে, গত বছরের শেষ দিকে আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা থাকার কথা ছিলো ১০০০ জন। তবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বারবার সেনা প্রত্যাহারের বিষয়টি স্থগিত করেন। (সুবর্ণা/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040