ভারতের নয়াদিল্লিতে ডেঙ্গি, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব
  2017-08-31 14:43:55  cri

অগাস্ট ৩১: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ডেঙ্গি, চিকুনগুনিয়া, ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।

গতকাল (বুধবার) 'দ্য হিন্দুস্তান টাইমস'-এর এক খবরে বলা হয়েছে, চলতি বছর মশাবাহিত রোগ-বালাই মহামারীর আকার ধারণ করেছে। ২৮ অগাস্ট পর্যন্ত এক সপ্তাহে নয়াদিল্লির হাসপাতালগুলোতে ডেঙ্গি জ্বরে আক্রান্ত প্রায় ৩০০ জন রোগী চিহ্নিত করা হয়। আর চলতি বছর এ পর্যন্ত নয়াদিল্লিতে ডেঙ্গি জ্বরে আক্রান্তের সংখ্যা ৯৪৫ জন। গত বছর এ সংখ্যা ছিল ৬৪৪। এর মধ্যে ১২ বছর বয়সী একটি শিশু হাসপাতালে মারা গেছে।

ডেঙ্গির পাশাপাশি নয়াদিল্লির মানুষ চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার আক্রমণেও দিশেহারা। ইতোমধ্যে ৩৩৯ জন চিকুনগুনিয়া ও ৫১৬ জন ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।

এদিকে, নয়াদিল্লির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ তিনটি রোগ সাধারণত জুলাই মাসে দেখা দিতে শরু করে এবং অগাস্ট ও সেপ্টেম্বরে এর প্রকোপ বাড়তে থাকে। অক্টোবরে সবচেয়ে বেশি মানুষ এসব রোগে আক্রান্ত হয়। এর অর্থ সামনে এসব রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ার আশঙ্কা প্রবল। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040