ব্রিক্সের দ্বিতীয় 'স্বর্ণ দশক' শুরু হয়েছে: চীনের পররাষ্ট্রমন্ত্রী
  2017-08-31 14:20:27  cri

প্রিয় শ্রোতা, শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনুন আমাদের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা; পরিবেশন করছি আমি লেলিন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে সিয়ামেনে অনুষ্ঠেয় নবম ব্রিক্স শীর্ষসম্মেলনের প্রস্তুতি সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, এক বছর ধরে এ সম্মেলনের প্রস্তুতি চলছে। এ সময়কালেও ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনীতি, রাজনীতি, ও সংস্কৃতি খাতে যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। এসব সাফল্য ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর করার এবং ব্রিক্সের দ্বিতীয় 'স্বর্ণ দশক'-এর প্রাথমিক পর্যায়ের জন্য মজবুত ভিত্তি তৈরি করেছে।

ওয়াং ই বলেন, "৩ দিন পর নবম ব্রিক্স শীর্ষসম্মেলন চীনের সিয়ামেন শহরে শুরু হবে। ৩রা সেপ্টেম্বর বিকেল থেকে ৪ঠা সেপ্টেম্বর সকাল পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্রিক্সের বৃহদাকার শিল্প ও বাণিজ্য ফোরাম। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফোরামটির উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। এবারের শীর্ষসম্মেলনে ব্রিক্সের গত ১০ বছরের কার্যক্রম পর্যালোচনা করা হবে, সহযোগিতার অভিজ্ঞতার সারসংকলন করা হবে এবং ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করা হবে। ৪ তারিখ সকালে প্রেসিডেন্ট সি চিন পিং কয়েকটি ছোট-বড় সভায় সভাপতিত্ব করবেন।"

ওয়াং ই জানান, ছোট সভাগুলোয় বৈশ্বিক অর্থনীতির পরিস্থিতি, আন্তর্জাতিক ও আঞ্চলিক আলোচ্য বিষয়, নিরাপত্তা ও উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। আর বড় সভাগুলোয় ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা গভীরতর করা, দেশগুলোর মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক যোগাযোগ জোরদার করা, ব্রিক্সের বিভিন্ন নিয়মকানুন প্রয়োগসহ বিভিন্ন বিষয় আলোচিত হবে। তা ছাড়া, 'সিয়ামেন ঘোষণা'র মাধ্যমে ৫টি দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য প্রকাশ করা হবে। এ ঘোষণায় অর্থনৈতিক ক্ষেত্রে বাস্তব সহযোগিতা, বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, সাংস্কৃতিক যোগাযোগ গভীরতর করাসহ বিভিন্ন ইতিবাচক সংকেত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

৫ই সেপ্টেম্বর সকালে বিভিন্ন নবোদিত বাজার-দেশ ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সভা অনুষ্ঠিত হবে। সভায় ব্রিক্স দেশগুলোর নেতৃবৃন্দের সাথে মিশর, মেক্সিকো, তাজিকিস্তান, গিনি ও থাইল্যান্ডের নেতৃবৃন্দ 'টেকসই উন্নয়ন কার্যতালিকা বাস্তবায়ন' এবং 'উন্নয়নের জন্য অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করা'সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। প্রেসিডেন্ট সি চিন পিং সভায় সভাপতিত্ব করবেন। সভাশেষে তিনি সাংবাদিকদের সামনে সিয়ামেন সম্মেলনের সাফল্য-ব্যর্থতা নিয়ে কথা বলবেন।

সাংবাদিক সম্মেলনে ওয়াং ই আরও বলেন, ২০১৭ সালে ব্রিক্সের দ্বিতীয় 'স্বর্ণ দশক' শুরু হয়েছে। এ গুরুত্বপূর্ণ মুহূর্তে চীন ব্রিক্সের সভাপতিরাষ্ট্রের দায়িত্ব পালন করছে। চীন অন্যান্য সদস্যরাষ্ট্রগুলোর সাথে পারস্পরিক সহযোগিতা গভীরতর করতে চায়। চীন ব্রিক্সের শক্তি ও প্রভাব বাড়াতে চায় এবং সদস্যরাষ্ট্রগুলোর পাশাপাশি গোটা বিশ্বের জন্যই কল্যাণকর ভূমিকা রাখতে ইচ্ছুক। (লেলিন/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040