ভারতের একটি হাসপাতালে ৪৮ ঘন্টায় ৪২ শিশুর মৃত্যু; কারণ অনুন্ধানে তদন্ত
  2017-08-31 14:19:50  cri

আগস্ট ৩১: ভারতের উত্তর প্রদেশের গোরাখপুর জেলার বিআরডি হাসপাতালে ৪৮ ঘন্টায় চিকিত্সাধীন ৪২ শিশু মারা গেছে। কী কারণে শিশুরা মারা গেছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।

হাসপাতালের পরিচালক পি.কে. সিংহের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, ৭টি শিশু মারা গেছে মস্তিকে প্রদাহজনিত রোগে। অন্য শিশুদের মৃত্যুর কারণ এখনও অজানা।

উল্লেখ্য, বিআরডি হাসপাতালে উত্তর প্রদেশ, বিহার ও নেপালের রোগীরা চিকিত্সা নিয়ে থাকে। সাম্প্রতিক ঝড়বৃষ্টি ও বন্যায় আক্রান্ত নেপাল, বিহার ও উত্তর প্রদেশের অনেক এলাকার অনেক অসুস্থ শিশু বর্তমানে হাসপাতালটিতে চিকিত্সা নিচ্ছে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040