৭৪তম ভেনিস চলচ্চিত্র উত্সব শুরু
  2017-08-31 14:17:56  cri

অগাস্ট ৩১: ৭৪তম ভেনিস চলচ্চিত্র উত্সব গতকাল (বুধবার) ইতালির ভেনিসে শুরু হয়েছে। মার্কিন পরিচালক আলেক্সান্দার পাপাদোপুলোস পরিচালিত চলচ্চিত্র 'ডাউন সাইজিং' প্রদর্শনের মাধ্যমে উত্সবের সূচনা হয়।

এবার মোট ২১টি চলচ্চিত্র মূল উত্সবে ঠাঁই পায়। এ চলচ্চিত্রগুলো 'গোল্ডেন লায়ন পুরস্কার'-এর জন্য লড়বে। চীনা চলচ্চিত্র 'অ্যাঞ্জেলস্‌ অয়ার হোয়াইট' মূল উত্সবে অংশ নিচ্ছে।

এদিকে, এবারই প্রথমবারের মতো উত্সবে ভার্চুয়াল চলচ্চিত্রের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। চীনের তাইওয়ানের পরিচালক ছাই মিং লিয়াং পরিচালিত ভার্চুয়াল চলচ্চিত্র 'আমার বাড়ি লানরুও মন্দির' প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

উল্লেখ্য, ভেনিস চলচ্চিত্র উত্সব ১৯৩২ সাল থেকে আয়োজন করা হচ্ছে। এটি বিশ্বের প্রথম চলচ্চিত্র উত্সব। দু'সপ্তাহব্যাপী এ উত্সব সাধারণত অগাস্টের শেষ ও সেপ্টেম্বরের প্রথম দিকে রিডো দ্বীপে অনুষ্ঠিত হয়। ৭৪তম ভেনিস চলচ্চিত্র উত্সব আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে। (রুবি/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040