ব্রিক্স দেশসমূহের নেতৃবৃন্দের নবম বৈঠক সম্পর্কে বেইজিংয়ে প্রেস ব্রিফিং
  2017-08-30 19:19:12  cri
অগাস্ট ৩০: ব্রিক্স দেশসমূহের নেতৃবৃন্দের নবম বৈঠকসহ ধারাবাহিক সম্মেলন নিয়ে আজ (বুধবার) বেইজিংয়ে দেশ-বিদেশের সংবাদদাতাদের জন্য প্রেস ব্রিফিং আয়োজন করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অনুষ্ঠানে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ব্রিক্স দেশসমূহের নেতৃবৃন্দের নবম বৈঠক তাড়াতাড়ি শুরু হবে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বিভিন্ন সদস্যদেশের নেতাদের সাথে ব্রিক্স সহযোগিতা ও অভিন্ন স্বার্থ জড়িত বিষয় নিয়ে গভীরভাবে মত বিনিময় করবেন। ৩ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ব্রিক্সভুক্ত দেশের সবচেয়ে বড় বাণিজ্য শিল্প ফোরাম আয়োজন করবে চীন। তখন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ভাষণ দেবেন। ৪ সেপ্টেম্বর সকালে সিয়ামেন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ধারাবাহিক সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রেসিডেন্ট সি। ৫ সেপ্টেম্বর সকালে নবোদিত বাজার দেশ ও উন্নয়নশীল দেশের সাথে সংলাপ করবেন সি।

ওয়াং ই আরো বলেন,গত ১০ বছরে ব্রিক্স দেশসমূহ বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধি, বৈশ্বিক শৃঙ্খলার সংস্কার ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে।২০১৭ সালে ব্রিক্স সহযোগিতার দ্বিতীয় ১০ বছর মেয়াদে প্রবেশ করে। এ সন্ধিক্ষণে ব্রিক্স চেয়ারম্যানের দায়িত্ব পালন করে চীন।বিভিন্ন সদস্যদেশের সাথে ব্রিক্স ব্যবস্থা জোরদার করে বিশ্বের জন্য কল্যাণ বয়ে আনা হবে বলে আশা করে বেইজিং।(সুবর্ণা/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040