ব্রিক্স ব্যবস্থা নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ওয়াং ই
  2017-08-30 19:16:40  cri
অগাস্ট ৩০: আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিক্স দেশসমূহের নেতৃবৃন্দের নবম বৈঠক ও নবোদিত বাজার দেশ ও উন্নয়নশীল দেশের সংলাপ সম্পর্কে আয়োজিত সাংবাদিক সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ব্রিক্সভুক্ত পাঁচটি দেশ অভিন্ন উন্নয়নের লক্ষ্যমাত্রায় চলে এসেছে। অর্থনৈতিক সহযোগিতা পুরোপুরি ব্রিক্সের মূল বিষয়, যা পাঁচটি সদস্যদেশের জন্য বাস্তব কল্যাণ বয়ে এনেছে। সহযোগিতা সম্প্রসারণের সাথে সাথে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা ব্রিক্সের নতুন বিষয়ে পরিণত হয়েছে। নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকসহ বিভিন্ন ব্যবস্থার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে সমন্বয় জোরদার করেছে পাঁচটি দেশ,যা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতায় বৈশিষ্ট্যময় ও ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।

ঐতিহ্যিক অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছে ব্রিক্স দেশগুলো, যাতে তা সহযোগিতার অন্য গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়। নতুন পর্যায়ে ব্রিক্সভুক্ত দেশগুলোর সহযোগিতার কাঠামো আরো সুষম ও সম্পূর্ণ বলে মনে করেন ওয়াং ই। (সুবর্ণা/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040