মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, যৌথ অভিযানের প্রস্তাব বাংলাদেশের
  2017-08-29 18:29:02  cri

ঢাকায় নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্স অং মিনকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠায় বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল ইসলাম এ সময় মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্টদূতকে বাংলাদেশের উদ্বেগের কথা জানান। রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহীদের বাঙালি বলায় বাংলাদেশ এ উদ্বেগ জানায়। মিয়ানমারের ইসলামি জঙ্গি, আরাকান আর্মি বা অন্য যে কোনো শক্তির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালানায় মিয়ানমারকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

এদিকে, রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। টেকনাফে সোমবার পর্যন্ত ৪৭৫ জনকে ফেরত পাঠিয়েছে বিজিবি ও কোস্টগার্ড।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040