ভারতের 'ডেরা সাচ্চা সওদা' এর ধর্মীয় গুরুকে ধর্ষণের অভিযোগে বিশ বছর কারাদণ্ড
  2017-08-29 18:01:51  cri

অগাস্ট ২৯: ভারতের হরিয়ানা রাজ্যের রোহতাক জেলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর স্থাপিত এক বিশেষ আদালত গতকাল (সোমবার) 'ডেরা সাচ্চা সওদা' এর ধর্মীয় গুরু গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণের অভিযোগে বিশ বছর কারাদণ্ড দিয়েছে।

'ডেরা সাচ্চা সওদা' এর সদর দপ্তর হরিয়ানা রাজ্যের সির্সায়। রায় ঘোষণার পর এ সংগঠনের কিছু প্রধান সদস্য সদর দপ্তরে অব্যাহত বিক্ষোভ করে।

উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর এক বিশেষ আদালত গত ২৫ অগাস্ট দু'জন মহিলাকে ধর্ষণের অভিযোগে গুরমিত রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করে। এর প্রতিবাদে গুরমিতের ভক্তরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৩৬ জন নিহত ও কয়েকশ' লোক আহত হয়। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040