চীনা বাহিনী উচ্চ সতর্কাবস্থা রেখে দৃঢ়ভাবে দেশের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করবে
  2017-08-29 14:53:02  cri
 

অগাস্ট ২৯: সীমান্ত অতিক্রম করা ভারতীয় সেনা ও সরঞ্জাম গতকাল (সোমবার) বিকেল আড়াইটার দিকে ভারতীয় সীমান্তে ফিরে গেছে এবং চীন বাহিনী স্থলের অবস্থা সনাক্ত করেছে। চীনা বাহিনী উচ্চ সতর্কাবস্থা রেখে দৃঢ়ভাবে দেশের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করবে বলে জানিয়েছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান।

আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে উ ছিয়ান বলেন, ১৮ জুন থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চীনের তুংলাং এলাকায় অবৈধভাবে প্রবেশ করে এবং চীন-ভারত সীমান্তে উত্তেজনাসংকুল পরিস্থিতি সৃষ্টি করে। চীনা বাহিনী এর বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিয়েছে এবং সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করেছে। চীনা বাহিনী দৃঢ়ভাবে দেশের ভূখণ্ড, সার্বভৌমত্ব ও আইনগত অধিকার রক্ষায় লক্ষ্যবস্তুর প্রশিক্ষণ জোরদার করেছে।

তিনি আরো বলেন, চীন-ভারত সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা দু'দেশ ও দু'দেশের জনগণের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আমরা ভারতকে স্মরণ করিয়ে দেই যে তারা এবার ঘটনা থেকে অভিজ্ঞতা শিখে ইতিহাসের সীমান্ত চুক্তি ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি মেনে চলবে। ভারত চীনের সঙ্গে সীমান্তের শান্তি রক্ষা করবে এবং দু'বাহিনীর সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে বলে তাগিদ দিয়েছে বেইজিং। (শিশির/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040