সীমান্ত পেরিয়ে কাউকে বাংলাদেশ ঢুকতে দেওয়া হবে না: বিজিবি মহাপরিচালক
  2017-08-28 19:30:57  cri
বর্ডার গার্ডস বাংলাদেশ-বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসাইন বলেছেন, সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।

সোমবার রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি। মিয়ানমারের সঙ্গে সীমান্ত সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক। তবে, কিছু জায়গায় এখনো রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। বিজিবি ও কোস্টগার্ড তাদের আটক করে মানবিক সাহায্য দিয়ে ফেরত পাঠাচ্ছে বলে জানান মেজর জেনারেল আবুল হোসাইন। এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত বিভিন্ন জায়গা দিয়ে রোহিঙ্গারা রাতের বেলায় বাংলাদেশে ঢুকে পড়ছে। এ পর্যন্ত অন্তত ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040