ভারতে ধর্মীয় গুরুর বিচারের রায় আজ: দাঙ্গাহাঙ্গামা প্রতিরোধে কঠোর নিরাপত্তাব্যবস্থা
  2017-08-28 15:38:15  cri

অগাস্ট ২৮: ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর বিশেষ আদালত আজ (সোমবার) স্থানীয় সময় দুপুর আড়াইটায় ধর্মীয় গুরু গুরমিত রাম রহিম সিংয়ের বিচারের রায় ঘোষণা করবে বলে জানা গেছে। এ উপলক্ষ্যে সম্ভাব্য দাঙ্গাহাঙ্গামা প্রতিরোধে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বহু সশস্ত্র পুলিশ পাঞ্চচুলা, সির্সা ও রোহ্‌তাকসহ সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে অবস্থান নিয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যে আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট-সেবা বন্ধ থাকবে। একজন স্থানীয় কর্মকর্তা জানান, রায় ঘোষণার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরমিত রাম রহিম সিং বর্তমানে হরিয়ানা রাজ্যের রোহ্‌তাকের একটি অস্থায়ী কারাগারে আটক আছেন।

উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর এক বিশেষ আদালত বিগত ২৫ অগাস্ট দু'জন মহিলাকে ধর্ষণের অভিযোগে গুরমিত রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করে। এর প্রতিবাদে গুরমিতের ভক্তরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৩৬ জন নিহত ও কয়েকশ' লোক আহত হয়। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040