বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে জাতির শ্রদ্ধা
  2017-08-27 18:21:20  cri

প্রেম-দ্রোহ-সাম্য আর মানবতার কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী ২৭ আগস্ট। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করছে কবিকে।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা জানান তাঁর পরিবার, বিশিষ্টজন ও সর্বস্তরের মানুষ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কবি নাতনি খিলখিল কাজীসহ বিশিষ্টজন এবং সর্বস্তরের মানুষ কবির প্রতি শ্রদ্ধা জানান। এসময় তারা বলেন, জাতির ক্রান্তিলগ্নে কবির গান-কবিতা প্রেরণা যুগিয়েছে মুক্তিকামী মানুষকে। উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা আজো প্রেরণার উৎস। নজরুলের সাহিত্য-চর্চা ও বিশ্বময় ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040