একজন মানুষও না খেয়ে থাকবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2017-08-26 18:43:54  cri

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা মোকাবেলায় আগে থেকেই সরকারের প্রস্তুতি ছিল। তাই একজন মানুষও ঘরছাড়া কিংবা না খেয়ে থাকবে না।

শনিবার গাইবান্ধার গোবিন্ধগঞ্জে সরকারি কমকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা যাতে শাকসবজিসহ বিভিন্ন ফসলের চাষ করতে পারে সেজন্য তাদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান মেরামতের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পরে বিকালে বগুড়ার সারিয়াকান্দিতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন শেখ হাসিনা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040