ভারতে সহিংসতার ঘটনায় ৩১ জন নিহত
  2017-08-26 16:58:53  cri

অগাস্ট ২৬: ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যে গতকাল (শুক্রবার) বড় ধরনের সহিংসতার ঘটনায় ৩১ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।

ইন্ডিয়া টুডে পত্রিকার এক খবরে বলা হয়েছে, স্থানীয় এক ধর্মীয় নেতার বিরুদ্ধে ধর্ষণের অপরাধে রায় দেয়া হয়। এতে তার অনুসারীরা তীব্র প্রতিবাদ জানায়। এখন পর্যন্ত হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যে যথাক্রমে ২২৪ ও ৬৪টি সহিংস ঘটনা ঘটেছে। দু'টি রেল স্টেশন ও দু'টি পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশের কয়েকটি অঞ্চলে সান্ধ্য আইন জারি করা হয়েছে।

ভারতের প্রেসিডেন্ট এক টুইটার বার্তায় এ সহিংসতার তীব্র নিন্দা জানান। এসব সহিংসতার ঘটনায় হরিয়ানা রাজ্যের পুলিশ অন্তত এক হাজার মানুষকে গ্রেফতার করেছে।

(শিশির/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040