এক মাসের মধ্যে আফগানিস্তানে ইলেক্ট্রোনিক আইডি কার্ড বিতরণ শুরু
  2017-08-25 16:42:05  cri
অগাস্ট ২৫: আফগানিস্তানে নাগরিকদের মধ্যে ইলেক্ট্রোনিক আইডি কার্ড বিতরণ শুরু হবে আগামী এক মাসের মধ্যে। এ উপলক্ষ্যে রাজধানী কাবুলে স্থাপন করা হবে ৪টি বিতরণকেন্দ্র। দেশটির ভাইস-প্রেসিডেন্ট সারওয়ার দানিসের বরাত দিয়ে 'ডেইলি আউটলুক আফগানিস্তান' এ তথ্য জানিয়েছে।

ইলেক্ট্রোনিক আইডি কার্ডে সংশ্লিষ্ট নাগরিকের নাম, জাতীয়তা, লাইসেন্স নম্বর (যদি থাকে), ডিজিটাল স্বাক্ষর, ভোটার নম্বর ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040