ভারতের উচিৎ বাণিজ্য প্রতিকার ব্যবস্থা সতর্কতার সাথে ব্যবহার করা : চীনা বাণিজ্য মন্ত্রণালয়
  2017-08-25 11:14:54  cri

অগাস্ট ২৫: সম্প্রতি চীনের বিরুদ্ধে ভারতের ক্রমাগত বেড়ে যাওয়া পাইকারি বিক্রি বিরোধী শাস্তি নিয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, তিনি আশা করেন ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসরণ করে এ সংক্রান্ত তদন্ত চালাবে। এর মাধ্যমে বাণিজ্য প্রতিকার ব্যবস্থার অপব্যবহার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে নেতিবাচক প্রভাব এড়ানো যাবে।

কাও আরো বলেন, ভারত বরাবরই বিশ্ব বাণিজ্য সংস্থার পাইকারি বিক্রি-বিরোধী ব্যবস্থা ব্যবহারকারী রাষ্ট্র। ১৯৯৪ সাল থেকে ভারত এ পর্যন্ত চীনের বিরুদ্ধে এ সংক্রান্ত ২১২টি তদন্ত চালিয়েছে। শুধু চলতি বছরেই চীনা পণ্যের বিরুদ্ধে ১৩টি পাইকারি বিক্রি-বিরোধী তদন্ত পরিচালনা করেছে দেশটি।

কাও বলেন, চীন দৃঢ়ভাবে চীনা শিল্পপ্রতিষ্ঠানের বৈধ অধিকার এবং স্বার্থ্য রক্ষা করে যাবে। সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উত্সাহ দিয়ে তাঁদের বিরুদ্ধে আনা এ সংক্রান্ত মামলার মীমাংসায় অংশ নেবে।

তিনি আরো বলেন, বর্তমানে বিশ্ব অর্থনীতি ক্রমান্বয়ে ধীর গতি কাটিয়ে উঠছে। কিন্তু অনিশ্চিত অবস্থা অব্যাহত আছে এবং তা বজায় থাকতে পারে। চীন ও ভারত ব্রিক্সের সদস্য রাষ্ট্র এবং উন্নয়নশীল বড় দেশ। দু'দেশের উচিত একসাথে উন্মুক্ত বহু-পক্ষীয় বাণিজ্য ব্যবস্থা রক্ষা করা। দু'দেশের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংলাপের প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করতে ইচ্ছুক চীন যাতে উভয়ের কল্যাণ বাস্তবায়ন করা যায়।

(জিনিয়া ওয়াং/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040