আজকের টপিক: চীনের 'ফুসিং' দ্রুতগতি ট্রেন! গতি ফের ৩৫০ কিলোমিটার/ঘণ্টা
  2017-08-22 16:59:12  cri

 



গত ২০ অগাস্ট চীনের রেলপথ কোম্পানি ঘোষণা দেয়, ২১ সেপ্টেম্বর থেকে চীনের রেলপথে নতুন ট্রেন যুক্ত হবে। দ্রুত গতির এ ট্রেন ৩৫০ কিলোমিটার গতিতে যাতায়াত করবে এবং 'ফুসিং' দ্রুতগতি ট্রেন সর্বপ্রথম বেইজিং থেকে শাংহাই পর্যন্ত লাইনে ৩৫০ কিলোমিটার গতিতে চলবে। আসলে ৩৫০ কিলোমিটার গতির রেলপথ পেশাগত খাতে একটি আকর্ষণীয় ও ব্যাপক বিতর্কিত সংখ্যা। কারণ একে চীনের দ্রুত গতির ট্রেন ও বিশ্বের বেসামরিক রেলপথ ব্যবস্থার মধ্যে সবচেয়ে দ্রুত গতি হিসেবে আখ্যায়িত করা হয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040